ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

এবার করোনার থাবা কাশ্মীরে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১১:৪৯  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১১:৫২

এবার করোনার থাবা কাশ্মীরে

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার কাশ্মীরে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রায় ৩ দিন আগে সরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলে। এরপরই সরকারিভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ওই বৃদ্ধার সংস্পর্শে আসা ৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কাশ্মীরে মোট ৭০ জনকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও প্রশাসনের আশঙ্কা আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ বহু মানুষ তাদের ভ্রমণ বৃতান্ত গোপন করে রাখছেন।

প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের সংক্রমণ বা করোনার সামাজিক সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১২৫।

  • সর্বশেষ
  • পঠিত