ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনা: মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৪:০৭  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১৪:১০

করোনা: মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন

প্রাণ সংহারক রোগ কভিড-১৯ (করোনাভাইরাস) এর উৎপত্তিস্থল চীনকে মৃতের সংখ্যায় ছাড়িয়েছে ইউরোপের দেশ স্পেন। বর্তমানে করোনায় মৃতের সংখ্যার দিক থেকে ইতালির পরে দ্বিতীয় হচ্ছে স্পেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে স্পেনে করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৬৪৭।

স্পেনে এ পর্যন্ত ৫ হাজার ৩৬৭ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনও চিকিৎসাধীন ৪০ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

বুধবার রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ২০ হাজার ৫২৪ জন। এ সময় পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২১ জন।

উল্লেখ্য, চীনে মোট ৮১ হাজার ২১৮ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮১ জন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত