ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

করোনাভাইরাস: যুক্তরাজ্যের কূটনীতিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৪:২১

করোনাভাইরাস: যুক্তরাজ্যের কূটনীতিকের মৃত্যু

হাঙ্গেরিতে ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছরের ডিসেম্বর থেকে ৩৭ বছর বয়সী এই কূটনীতিক বুদাপেস্ট মিশনে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোনো স্বাস্থ্য জটিলতা ছিল কি না, তা জানা যায়নি।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২০ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৪ জন।

আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এদিন দেশটিতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে অন্তত ৬৮৩ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> করোনায় আক্রান্ত সাংবাদিক

> করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিসিবি

> করোনা থেকে মুক্তি পেতে পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত্যয়ন

> এবার করোনার থাবা কাশ্মীরে

> কোয়ারেন্টাইনে খালেদা জিয়া

> মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন​

> কোয়ারেন্টাইন না মানায় ব্যবসায়ীকে জরিমানা

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> করোনার মধ্যেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> ইতালিতে মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্তের হার

> করোনায় আরও একজন মারা গেছেন, নতুন রোগী নেই​

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: ফেসবুকে লিখে ময়মনসিংহ ও বরিশালে শিক্ষক বরখাস্ত

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯২৮। এছাড়া একই সময়ে সেখানে প্রায় ১০ হাজার ৬৭১ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫২৭।

গত ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে অন্তত ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। নতুন করে ৭ হাজার ৪৫৭ জনের আক্রান্তের ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫ জন।

এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন, নতুন রোগী ২ হাজার ২০৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭ জন, মৃত্যু ২ হাজার ৭৭ জনের।

ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। অর্থাৎ দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। সেখানে মোট ৮১ হাজার ২১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজার ২৮১ জনের। তবে মৃতের হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা সাত হাজার ৫০৩ জন। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

> বিমানের দুটি ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনাভাইরাস: রাজধানীতে ১০ টাকা কেজিতে চাল মিলবে

> করোনায় নিউইয়র্কে একই দিনে ৫ বাংলাদেশির মৃত্যু

> ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি, আরও ৬৮৩ মৃত্যু

> করোনায় যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১০ হাজার, মৃত্যু শতাধিক

> স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

> পাবনায় ডাক্তার নার্সসহ কোয়ারেন্টাইনে ৭৬৬ জন

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: বাড়িতে যা করবেন

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনা যুদ্ধে এগিয়ে আসলেন আফ্রিদি

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্য

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ পাঠাবে মন্ত্রণালয়

> বিপিএমসিএ’র পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পিপিই হস্তান্তর

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

  • সর্বশেষ
  • পঠিত