ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনায় মরতে পারে ৮১ হাজার মানুষ: নতুন গবেষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৩:৫৭  
আপডেট :
 ২৭ মার্চ ২০২০, ১৪:১৫

‘যুক্তরাষ্ট্রে করোনায় মরতে পারে ৮১ হাজার মানুষ’

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ৫ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২২ হাজার মানুষ।

এরমধ্যে আক্রান্তের দিক দিয়ে সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৫ হাজার ৬৫৩ জন মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছে ১২৯৬ জন।

এদিকে নতুন এক গবেষণায় দেখা গেছে, করোনার সংক্রমণে আগামী ৪ মাসে দেশটিতে মারা যেতে পারে ৮১ হাজারেরও বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন এক গবেষণায় এই আশঙ্কার বিষয়টি জানায়।

চলতি বছরের জুন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব কমে আসার সম্ভাবনা দেখছেন না গবেষকেরা। কিছু রাজ্যে বেশিমাত্রায় প্রাদুর্ভাব ঘটায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে জাতীয়ভাবে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে। জুলাই মাসের শেষের দিকে পর্যন্ত আক্রান্ত মানুষের মৃত্যু হতে পারে। তবে পুরো মাসে সেটি ধীরে ধীরে কমে আসবে বলেও জানান তারা।

এদিকে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা ৮২১১। এরপর স্পেনে মারা গেছে ৪৩৬৫ জন। চীনে মারা গেছে ৩২৯১ জন। এ ছাড়া ইরানে মারা গেছে ২২৩৪ জন। ফ্রান্সে মৃতের সংখ্যা ১৬৯৮। যুক্তরাষ্ট্রে মারা গেছে ১২৯৬ জন মানুষ।

গত আড়াই মাসের বেশি সময় ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল চীন। দেশটিতে সংক্রমণ থেমে যাওয়ায় ভাইরাসটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়ায় ইউরোপ। ফলে গত কয়েক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন।

আক্রান্তের দিকে থেকে যুক্তরাষ্ট্রের পর রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৮২ জন। স্পেনে ৫৭ হাজার ৭৮৬ জন মানুষকে আক্রান্ত হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত