ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনা মোকাবিলায়

ভারতকে খাবার ও ওষুধ দেয়ার ঘোষণা দালাইলামার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৮:৩৪

ভারতকে খাবার ও ওষুধ দেয়ার ঘোষণা দালাইলামার

করোনা মোকাবিলায় ভারতকে খাবার ও ওষুধ দেয়ার ঘোষণা দিয়েছেন দালাইলামা । ডেইলি সানের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিব্বতের আধ্মাতিক নেতা দালাইলামা বৃহস্পতিবার এ ঘোষণা দিলেও কি পরিমান সহায়তা দেবেন তা উল্লেখ করেননি।

দালাইলামার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার সহায়তাকে সমর্থনের আহবান করে বলেছেন, হিমাচলে প্রায় ৬০ বছর আগে থেকে আমার বাড়ি রয়েছে তাই স্বাভাবিকভাবেই সেখানকার জনগণের প্রতি সহানুভূতি অনুভব করি।

দালাইলামা গত ১২ ফেব্রুয়ারি থেকে সমস্ত জনসম্পৃক্ত কর্মকান্ড পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বাতিল করেছেন। ভাইরাসের বিস্তার রোধে প্রধানমন্ত্রী মোদী সরকার লকডাউন করে যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকর বলে প্রশংসা করেন তিনি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ২০ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৭৫৩ জন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত