ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বিপর্যস্ত ইতালি: একদিনে মৃত্যু ৯১৯, আক্রান্ত ৬ হাজার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ০০:৪৩  
আপডেট :
 ২৮ মার্চ ২০২০, ০০:৫৬

বিপর্যস্ত ইতালি: একদিনে মৃত্যু ৯১৯, আক্রান্ত ৬ হাজার

ইতালিতে যেন ভয়াল থাবা বসিয়েছে করোনাভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মরণঘাতি এ ভাইরাস। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, ইতালিতে এ নিয়ে মোট ৯ হাজার ১শ ৩৪ জনের মৃত্যু হল। এছাড়া সবশেষ নতুন করে প্রায় ৬ হাজার জনের আক্রান্তের ঘটনায় দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪ শ ৯৮।

এছাড়া চিকিৎসায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৫০ এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ১শ ১০ জনে। মারা গেছে ২৬ হাজার ৮২৬ জন। এতে সব থেকে বেশি ৯৬ হাজার ৯শ ৬৮ জনের আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪শ ৭৭ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত