ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

করোনা: ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

করোনা: ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। শুক্রবার রেকর্ড মৃত্যুর (৯৬৯) পর শনিবারও তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৮৯ জন। দেশটির স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।

ইতালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মোট চিকিৎসাধীন ৭০ হাজার ৬৫ জন।

গত একদিনে গোটা ইতালিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এরমধ্যে ৫৪২ জনই দেশটির উত্তরের অঞ্চল লোম্বার্ডির বাসিন্দা। ইতালিতে সবচেয়ে বেশি মানুষ এখানেই প্রাণ হারিয়েছেন। আজকের পাঁচ শতাধিকসহ অঞ্চলটিতে করোনাই আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

ইতালির ওই অঞ্চলের রাজধানী শহর হলো মিলান। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। লোম্বার্ডিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯ হাজার ৪১৫ জন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত