ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু

সাধারণত ধরে নেয়া হয়, করোনায় বয়স্করাই বেশি মারা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত এক বছরেরও কম বয়সী এক শিশু মারা যাওয়ার পর দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার কর্মকর্তারা।

মৃত ওই শিশু যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা। শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরের কর্মকর্তারা এটিকে বিরল ঘটনা হিসাবে উল্লেখ করেছেন। কেননা এ পর্যন্ত করোনাভাইরাসে বয়স্করাই বেশি মারা গেছেন। এতে শিশুমৃত্যুর হার ছিল শূন্যের কোটায়।

ইলিনয় অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ওই শিশু অন্যতম বলে জানিয়েছেন গভর্নর জেবি প্রিজকা। এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, শিকাগোর ওই শিশুটির বয়স এক বছরেরও কম এবং পরীক্ষায় কোভিড-১৯-এর ফলাফল পজিটিভ আসে।

এক বিবৃতিতে স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর এনগজি এজিকে বলেছেন, এর আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এত কম বয়সী শিশুর মারা যাওয়ার নজির নেই। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তার সদস্যরা কাজ শুরু করেছেন।

এর আগে গত সপ্তাহে করোনায় প্যারিসের ইলে-ডে-ফ্রান্স অঞ্চলে ১৬ বছর বয়সী এক কিশোরী মারা গিয়েছিল।

এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এক কিশোরের মৃত্যুর কথা শোনা গিয়েছিল।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত