ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
এই মৃত্যুকে ‘বিধ্বংসী ঘটনা’ হিসাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে ৭০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

স্থানীয় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হ্যারাল্ড জানায়, রোববার সকালে (২৯ মার্চ) নিউজিল্যান্ডের গ্রেমাউথ হাসপাতালে মারা যান করোনায় আক্রান্ত ওই নারী। তার বয়স ছিলো ৭০’র বেশি। গত শুক্রবার সকালেই তার দেহে করোনা সনাক্ত করা হয়েছিল।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।তিনি একে একটি ‘বিধ্বংসী সংবাদ’হিসাবেও উল্লেখ করেছেন।

নিউজিল্যান্ডে সবমিলিয়ে ৫১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৫৭ জন।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত ২৫ মার্চ মধ্যরাত থেকেই সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে নিউজিল্যান্ডে। একই সঙ্গে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী আর্ডেন।

এর আগেই দেশটিতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইতোমধ্যেই যারা নিউজিল্যান্ডে প্রবেশ করেছেন তাদের প্রত্যেককেই ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেলফ আইসোলেশনের নীতি সঠিকভাবে পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: নিউজিল্যান্ড হ্যারাল্ড

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত