ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্র

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে মানুষের ঢল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১১:৪৭

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন। তার মধ্যে তিন হাজার ২৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে সে দেশে প্রাণ গেছে দুই হাজার ২২৭ জনের।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলোতে মানুষের ভিড় লেগে গেছে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বহু মানুষ হাসপাতালে আসছেন।

জ্বর, গলাব্যথা, কাশি কিংবা সর্দি লাগলেই মানুষজন হাসপাতালে ছুটছে। চাহিদামাফিক করোনা পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীরা।

বিভিন্ন রাজ্য থেকে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর এসেছে। তবে মার্কিন প্রশাসন এ ব্যাপারে মুখ খুলছে না।

মিয়ামি রাজ্যের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন ব্যারন ডেইজি। তিনি বলেন, সেবা দিতে গিয়ে আমি করোনাভাইরাসে আক্রান্ত হই। পজিটিভ জানার পর হোম-কোয়ারেন্টাইনে ছিলাম। এখন সুস্থ।

তিনি আরো বলেন, আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। সে সেরে উঠেছে। আমি মনে করি, নিজের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করার কারণে আক্রান্ত হয়েছি।

তিনি আরো বলেন, আমরা শরীরে পিপিই পড়ছি। কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আদর্শমানের পিপিই আমরা পাইনি।

নার্সদের অনেকেই এর আগে মারা গেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, এই অসময়ে সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়া নার্সদের ভালোমানের পিপিই দ্রুত সরবরাহ করা দরকার।

এদিকে ফ্লোরিডার ডাক্তাররা সামনের সারি থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের ঝুঁকির কথা বলেছেন। সূত্র: লোকাল১০ডটকম

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত