ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৯:২৩

যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম শিশুর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো শিশুর মৃত্যু হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল।

জনস্বাস্থ্য বিভাগের পরিচালক এনগোজি এজিক বিবৃতিতে বলেন, এর আগে কখনো করোনায় কোনো শিশুর মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে।

ইলিনয়ের গভর্নর প্রিৎজকার বলেন, আমি জানি এ সংবাদ কতখানি কঠিন, বিশেষ করে ছোট এ শিশুর মৃত্যুর খবর। তার পরিবারের জন্য এটি অনেক কষ্টকর বিষয়। আমাদের শোকার্ত হওয়া উচিত।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৭শ ৮১ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২শ ৩ জন আক্রান্তের ঘটনা ঘটেছে। এছাড়া মোট ২ হাজার ২ শ ২৯ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো ইতালি, স্পেন ও চীনের নিচে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত