ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

উড্ডয়নের পরপরই বিমানে আগুন, ৮ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১০:০৯  
আপডেট :
 ৩০ মার্চ ২০২০, ১০:১২

উড্ডয়নের পরপরই বিমানে আগুন, নিহত ৮

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়নের সময় বিস্ফোরণে রোগীসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে।

লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হানেডাতে যাওয়ার কথা ছিল।

ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৮টায় রানওয়ের শেষে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।

জানা যায়, বিমানটিতে ফিলিপাইনের ক্রু ছিলেন ছয়জন। এছাড়া যাত্রী ছিলেন দুজন। তারা যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তবে কর্তৃপক্ষ তাদের কারোরই পরিচয় প্রকাশ করেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রানওয়ের শেষ সীমানায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন অগ্নিনির্বাপণ কর্মীরা। তবে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করলেও তারা প্রাণহানি ঠেকাতে পারেননি।

ম্যানিলা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এড মনরেল এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত, বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত