ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কোয়ারান্টাইনে থাকা যুবকের কামড়ে নারীর মৃত্যু

কোয়ারান্টাইনে থাকা যুবকের কামড়ে নারীর মৃত্যু

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে কোয়ারান্টাইনে ছিলেন এক ভারতীয় যুবক। কিন্তু তার কামড়ে মারা গেছেন এক নারী। এ ঘটনায় তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

৩৫ বছর বয়সী ওই যুবকের নাম মণিকন্দন। তিনি সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফেরার পর তামিলনাডুর এক গ্রামে কোয়ারান্টাইনে ছিলেন।

পুলিশ জা‌নায়, গত শুক্রবার ওই ব্যক্তি হঠাৎ নিজের সব পোশাক খুলে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করেন। এরপর কয়েকশো মিটার দূরে গিয়ে ৮০ বছরের এক বৃদ্ধাকে আক্রমণ করেন এবং তার ঘাড়ে কামড়ে দেন। ওই বৃদ্ধা তখন বাড়ির বাইরে বসেছিলেন।

তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার তিনি মারা যান।

পুলিশ বলছে, চিকিৎসা শুরু হওয়ার পর ওই বৃদ্ধার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয় এবং তিনি মারা যান।

পুলিশের সূত্র দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আরও জানাচ্ছে, অভিযুক্ত মণিকন্দনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। ২০১০ সালে মাদুরাইয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এদিকে মণিকন্দনের পরিবারের দাবি, শ্রীলঙ্কা থেকে ফেরার পর তিনি ব্যবসার ক্ষতি নিয়ে চাপে ছিলেন। তখন থেকেই তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। যার ফলে শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটান।

এ ঘটনায় মণিকন্দনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত