ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে জোড়া হামলায় ১১ সেনা-পুলিশ নিহত

আফগানিস্তানে জোড়া হামলায় ১১ সেনা-পুলিশ নিহত

আফগানিস্তানের সেনা ও পুলিশবাহিনীর সদস্যদের লক্ষ্য করে রোববার দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে জোড়া হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জনের বেশি মানুষ।

এসব হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকে দায়ী করেছে কাবুল সরকার। যদিও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি তালেবানরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের আরঘানদাব জেলায় এক সামরিক চেকপয়েন্টে হামলা চালায় বিদ্রোহীরা। এতে কমপক্ষে ছয় সেনা নিহত হয়।

এর আগে রোববার রাতে উত্তরের বাঘলাম প্রদেশের রাজধানী পুলি খুমরিতে নিরাপত্তা বাহিনীর আরেক চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায় তালেবানরা। এতে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে পাঁচ সদস্য নিহত এবং আরও ছয়জন আহত হয়।

এছাড়া সোমবার সকালে রাজধানী কাবুলে চালানো অন্য এক গাড়িবোমা হামলায় আহত হয়েছে আরও চারজন।

আফগানিস্তানে এমন এক সময়ে এসব হামলার ঘটনা ঘটলো যখন বিদ্রোহী তালেবানদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর গত সপ্তাহে তালেবান যোদ্ধাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট। তবে এসব হামলা শান্তি আলোচনাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত