ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

করোনা মোকাবিলায় ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৫:৩৫  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১৫:৪১

করোনা মোকাবিলায় ৭ মাসের বেতন দান করলেন এরদোগান
তাইয়েপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান করোনার বিরুদ্ধে সোমবার থেকে জাতীয় সংহতি প্রচার শুরু করেছেন। এ সময় প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তিনি।

সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি।

সিএনএনের খবরে বলা হয়েছে এরদোগান ছাড়াও তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কিশ লিরা এ প্রচারের জন্য দান করেছেন।

করোনাভাইরাস প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির নিম্নআয়ের মানুষের জীবন বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এরদোগান।

তিনি জানান, ভাইরাসটি রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করাই এ অভিযানের লক্ষ্য।

প্রসঙ্গত, বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, যুক্ত হচ্ছে নতুন নতুন দেশ। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সবমিলিয়ে ২শ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা মহামারি।

মঙ্গলবার সকাল ১০টা পর্ন্ত, বিশ্বের সবমিলিয়ে ৭ লাখ ৮৫ হাজার ৭৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৬ লাখ মানুষ (৫ লাখ ৮২ হাজার ৩৭৪ জন)। এদের মধ্যে ২৯ হাজার ৪৮৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

গোটা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মঙ্গলবার সকাল পর্ন্ত মারা গেছেন সবমিলিয়ে ৩৭ হাজার ৮১৬ জন। এদের মধ্যে সোমবার একদিনে মারা গেছেন ৩ হাজার ৭১৮ জন। আর মঙ্গলবার সকালে মারা গেছেন আরো ৩৩ জন।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> ঢাকা মেডিকেলে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের ফল​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> ৯৯ বছর বয়সী বৃদ্ধর করোনাজয়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> গণমাধ্যমেও করোনা​

> কাশি দিলেই শাস্তি

বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে এখনও তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটিতে আরো ২০ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি কেবল মার্কিন মুলুকে নয়, বিশ্বের যে কোনো দেশে এক দিনে সর্বোচ্চ সংখ্যাক আক্রান্ত হওয়ার রেকর্ড। মঙ্গলবার সকাল পর্যন্ত (বাংলাদেশ সময়) আক্রন্ত হয়েছেন আর ১০৮২ জন। ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৪ হাজার ২৫৩তে গিয়ে দাঁড়ালো।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে সোমবার পর্যন্ত ১১ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৩৯ জন।

সোমবার স্পেনে মারা গেছে আরো ৯১৩ জন।একদিনে দেশটিতে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন।

ইউরোপের এই দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৯৫৬ জন।

গত ডিসেম্বরের শেষ নাগদ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উত্থানের পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। দেশটিতে মঙ্গলবার সকালেও নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৫১৮ জন। চীনে মোট মৃত্যু ৩ হাজার ৩০৫ জন। মঙ্গলবার সকালেই মারা গেছেন আরও পাঁচজন।

আক্রান্তের সংখ্যায় পঞ্চম স্থানে আছে জার্মানি। এখানে মোট আক্রান্ত ৬৬ হাজার ৪৮৮৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫ জনে। এদের মধ্যে সোমবার গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৪ জন।

ফ্রান্সে সোমবার করোনায় নতুন করে মারা গেছেন আরো ৪১৮ জন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ য়ে। এখানে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ৫৫০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৯৫ জন, আর মারা গেছেন দুই হাজার ৭৫৭ জন। এদের মধ্যে সোমবার মারা গেছেন ১১৭ জন এবং নতুন করে করোনয়ি আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।

যুক্তরাজ্যে আক্রান্তের বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে (২২ হাজার ১৪১ জন), মৃত্যু ছাড়িয়েছে ১৪ শ। দেশটিতে সোমবারই আক্রান্ত হয়েছেন ২৬১৯ জন এবং মারা গেছেন আরো ১৮০ জন।

ইউরোপের আরেক দেশ বেলজিয়ামে সোমবার নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ৮২ জন। ফলে দেশটিতে মোট করোনায় আক্রন্তের সংখ্রা বেড়ে হয়েছে ১১ হাজার ৮৯৯ জন এবং মোট মৃত্যু ৫১৩ জন।

সুইজারল্যান্ডে মোট মৃত্যু ৩৫৯ জন এবং মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ হাজার (১৫ হাজার ৯২২ জন)

নেদারল্যান্ডসে মোট আক্রান্ত ১১ হাজার ৭৫০ জন এবং মোট মারা গেছেন ৮৬৪ জন।

গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ইতিমধ্যে ৮০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে মার্চের শুরুর দিক থেকেই সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। উহানের পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে। যে কারণে দীর্ঘ দু মাস ধরে অবরুদ্ধ থাকার পর শনিবার শহরটি আংশিকভাবে খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> বাড়ি জীবাণুমুক্ত রাখবেন যেভাবে​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> করোনায় ঘরে পণ্য পৌঁছে দিতে ‘হোম সার্ভিস’​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসা

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা​

  • সর্বশেষ
  • পঠিত