ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

করোনায় আশা জাগাচ্ছে যে গান

করোনায় আশা জাগাচ্ছে যে গান

করোনাভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু প্রবল চাপ নিয়ে কাজের মধ্যে মাঝে মধ্যে বিশ্রাম দরকার হয় তাদেরও। চাপ কাটাতে সেই বিশ্রামের মধ্যেই গলা ছেড়ে গান গান কেউ কেউ।

এরকমই বিশ্রাম নেয়ার সময় গান গাইছিলেন দুই মার্কিন চিকিৎসক। তাদের সেই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাদেরকে গাইতে শোনা যাচ্ছে জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’গানটি।

গানের ভিডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন চিকিৎসক এলভিস ফ্রানকোস। যা ইতিমধ্যেই দেখা হয়েছে চার লাখ বারেরও বেশি।

ভিডিওটি আপলোড করে তিনি লিখেছেন, ‘জীবনে বহু জিনিস আমাদের বিভাজিত করে রাখে। ধর্ম, জাতি, রাজনীতি, সামাজিক অবস্থা ও আর অনেক কিছু।...কিন্তু মহামারি আমাদের এক জায়গায় এনেছে। আগামী কয়েক মাসে স্বাস্থ্য পরিষেবার পরীক্ষা হবে। প্রচুর জীবন হারিয়ে যাবে। কিন্তু আজকের এই অন্ধকার সময়ে মানুষের উজ্জীবনী শক্তির থেকে উজ্জ্বল আর কিছু নেই।’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত