ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

করোনা মোকাবিলায় ট্রাম্প ‘ফেল’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:৪৬  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১৭:৫১

করোনা মোকাবিলায় ট্রাম্প ‘ফেল’

আলেকজান্দ্রা ফন নামেন: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করছেন৷ কিন্তু গত জানুয়ারিতে ট্রাম্পের গোয়েন্দা কর্মকর্তারা যখন প্রথম করোনাভাইরাস নিয়ে তাকে যখন সতর্ক করেছিলেন তখন ট্রাম্প বিষয়টিতে ততটা গুরুত্ব দেননি৷

এরপর যখন পর্যাপ্ত টেস্ট না করার কারণে বেশি করে ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করে তখন তিনি বলতে থাকেন যে, সব তার নিয়ন্ত্রণে আছে৷

আর এখন তিনি নিজেকে ‘যুদ্ধকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা করেছেন, যিনি এক অদৃশ্য় শত্রুর বিরুদ্ধে লড়ছেন৷

নিউ ইয়র্কসহ দেশের অন্য়ান্য় রাজ্য়ে যখন করোনা সংক্রমণের সংখ্য়া বেড়ে চলেছে, হাসপাতাসগুলো যখন তাদের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে, তখন ট্রাম্প শিগগিরই আবার অর্থনীতিতে গতি আনতে চাইছেন৷ যখন নিউ ইয়র্কের ডাক্তাররা এমন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন যখন ভেন্টিলেটরের অভাব থাকায় কোন রোগীকে বাঁচাবেন আর কাকে মরতে দিবেন, তখনও ট্রাম্প ইস্টারের সময় গির্জা পূর্ণ থাকবে বলে বলছিলেন৷

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

> মেসি থেকে মুশফিক সবাই এগিয়ে এসেছেন করোনা সংকটে​

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> ঢাকা মেডিকেলে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের ফল​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> ৯৯ বছর বয়সী বৃদ্ধর করোনাজয়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> গণমাধ্যমেও করোনা​

> কাশি দিলেই শাস্তি

এত কিছুর পরও অবশ্য় ট্রাম্পের জনসমর্থন বাড়ছে৷ কারণ কিছুদিনের মধ্য়ে অনেক মার্কিন নাগরিক সরকারের কাছ থেকে এক হাজার দুই শ ডলারের চেক পাবেন৷ শোনা যাচ্ছে, এসব চেকে নিজের স্ৱাক্ষর চান ট্রাম্প৷ ভোটারদের মন পেতে এর চেয়ে ভালো প্রেসিডেন্টের কথা ভাবাই যায় না৷

করোনার প্রভাব কমাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় স্টিমুলাস প্য়াকেজ ঘোষণা করা হয়েছে৷ কর্মীদের জন্য় অর্থ সহায়তা ছাড়াও ছোট ব্য়বসা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্প প্রতিষ্ঠান, যেমন অ্য়াভিয়েশন খাতকে সহায়তা ও ঋণ দেয়া হবে৷

ট্রাম্প মনে করছেন নভেম্বরে নির্বাচনের ঠিক আগে যদি অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং বেকারের সংখ্য়া কমে তাহলে তার প্রতি ভোটারদের সমর্থন থাকবে৷

যুক্তরাষ্ট্র যদি এই সংকট মোকাবিলায় সফল হয় তাহলে নভেম্বরে ট্রাম্পের আবারও জয়ী হওয়ার ভালো সম্ভাবনা আছে৷ সূত্র: ডয়চে ভেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> বাড়ি জীবাণুমুক্ত রাখবেন যেভাবে​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনায় আক্রান্ত হলে কমে ঘ্রাণশক্তি!​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> করোনায় ঘরে পণ্য পৌঁছে দিতে ‘হোম সার্ভিস’​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসা

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা​

> করোনা মোকাবিলায় ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

  • সর্বশেষ
  • পঠিত