ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে সাপের ‘প্রতিশোধ’ চেষ্টা

দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে সাপের ‘প্রতিশোধ’ চেষ্টা
প্রতীকী ছবি

লোকমুখে আমরা অনেকে হয়তো সাপ নিয়ে নানান ধরনের গল্প শুনে এসেছি। যার কোনো কোনোটিতে হয়তো সাপের প্রতিশোধের বিষয়ে বলা হয়েছে। এ নিয়ে অনেক সিনেমাও হয়েছে কিন্তু এবার বাস্তবেই এক ঘটনা ঘটেছে ভারতে যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের জালুন জেলায় এক যুবক বাইক চালানোর সময় একটি কোবরা সাপের ওপরে উঠিয়ে দেয়। এতে সাপটির লেজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর এরপর বাইকটির পেছনে ধাওয়া শুরু করে সাপটি।

বিষয়টি নজরে আসা মাত্র বাইকটির মালিক গতি বাড়িয়ে অন্তত দুই কিলোমিটার পাড়ি দেয় কিন্তু তবু পিছু ছাড়ে না সাপটি। বাইকের মালিক বাইক থামিয়ে কিছু সময় বিশ্রাম নিতে নিতেই সাপটি সেখানে হাজির হয়ে ওই ব্যক্তিকে কামড়ানোর চেষ্টা করে। আর তখন তিনি বাইক ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সাপটি কোথাও না গিয়ে দীর্ঘ এক ঘণ্টা বাইকের ওপর বসে ছিল এটি।

বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে জড়ো হয় উৎসুক জনতা। তাদের কেউ কেউ বাইকের কাছে যাওয়ার চেষ্টা করলে সাপ তাদের ছোবল মারতে আসে। এরপর স্থানীয় ঢিল মেরে সাপটিকে মেরে ফেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত