ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

করোনা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আগামী সপ্তাহগুলো আরও ‘বেদনাদায়ক’ হবে

আগামী সপ্তাহগুলো আরও ‘বেদনাদায়ক’ হবে
ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে তার দেশের নাগরিকদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সামনে আমাদের আরও ‘বেদনাদায়ক’ সপ্তাহগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে।

হোয়াইট হাউজে দেয়া বক্তব্যে করোনাভাইরাস মহামারিকে তিনি ‘প্লেগ’ হিসাবে বর্ণনা করেন।

প্রেসিডেন্ট এমন সময়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন যুক্তরাষ্ট্রে সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মারা গেছে ৮৬৫ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩,৮৭০ জন, যা প্রাদুর্ভাবের প্রথম কেন্দ্র চীনে মারা যাওয়া মানুষের সংখ্যার চেয়েও বেশি।

এরকম পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প এখন আর কোনো ‘সুগার কোটেড’বা তিক্ত কথায় মিষ্টির প্রলেপ দিতে চাইছেন না বলে মনে করছেন বিবিসির বিশ্লেষকরা।

ফলে তিনি ইষ্টার উৎসবের এই মৌসুমে কোন মিরকলের কথা বলছেন না, যার মাধ্যমে কোনও এক ঐশী ক্ষমতাবলে ভালো হয়ে যাবে করোনাভাইরাস মহামারি, আর ব্যবসা বাণিজ্যও খুলে দেয়া যাবে।

যদিও এর আগে তিনি লকডাউন তুলে নেয়ার ওপর জোর দিয়েছিলেন এবং ইস্টার সানডের সময় প্রচুর লোকজনের উপস্থিতি দেখতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু এবার তিনি উল্টো কথা বললেন।

যুক্তরাষ্ট্রের জনসাধারণকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলছেন, ‘আসন্ন দুটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক।’

সূত্র: বিবিসি বাংলা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত