ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মৃত্যুতে চীনকে ছাড়িয়েছে ফ্রান্সও, একদিনেই মৃত্যু ৫শ

মৃত্যুতে চীনকে ছাড়িয়েছে ফ্রান্সও

করোনার ছোবলে ইউরোপের দেশ ফ্রান্স এখন মৃত্যুপুরী। গতকাল মঙ্গলবার যেন সবচেয়ে ভয়াবহ দিন অতিক্রম করেছে দেশটি। ওইদিন দেশটিতে মারা গেছে মোট ৪৯৯ জন। এ নিয়ে টানা তৃতীয় দিন ক্রমবর্ধমান মৃত্যুর রেকর্ড গড়লো ফ্রান্স।

করোনার প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের এ দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। ফলে মৃতের সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে করোনাভাইরাসের উৎসস্থল চীনকেও। চীনে এপর্যন্ত ৩ হাজার ৩০৫ জন করোনায় মারা গেছেন।

এছাড়া মঙ্গলবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১২৮ জনে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার ৫৫২ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত