ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

হজযাত্রীদের অপেক্ষার পরামর্শ সৌদি মন্ত্রীর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৬:০২

হজযাত্রীদের অপেক্ষার পরামর্শ সৌদি মন্ত্রীর

মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হজযাত্রীদের অপেক্ষা করতে বলেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আল-এখবারিয়া, আল জাজিরা ও আল কাবাস ডটকমের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে ।

মঙ্গলবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী সন্ধ্যায় সৌদির রাষ্ট্রীয় টিভিতে এ কথা জানান। সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্চের শুরুতেই ওমরাহ স্থগিত করে। ওই পদক্ষেপের পরেই হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সৌদি মন্ত্রী মোহাম্মদ সালেহ বাতেন বলেন, আমরা হজযাত্রী ও ওমরাহ আগ্রহী সবাইকে সেবা দিতে পুরোপুরি তৈরি। তবে বর্তমান বিশ্বে এই মহামারি কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার বিষয়টি বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।

প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে গিয়ে হজব্রত পালন করেন। ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত