ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

দিল্লিতে

তবলিক জামাতে যোগদানকারী ১২৮ জনের করোনা শনাক্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৬:১৭

তবলিক জামাতে যোগদানকারী ১২৮ জনের করোনা শনাক্ত

দিল্লির নিজামউদ্দিন মসজিদে তবলিক জামাতে যোগদানকারী ১২৮ জনের করোনা শনাক্ত। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই শত বছরের পুরনো এই মসজিদে তবলিক জামাতের জন্য দুই হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন এবং সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মসজিদের ওই অনুষ্ঠানে যোগ দেয়ার পর করোনা সংক্রমণে তেলেঙ্গানার ৬ জন এবং শ্রীনগরের একজনসহ মোট ৭ জন মারা গেছেন।

মসজিদ সংলগ্ন প্রায় পুরো এলাকাটাই করোনা সংক্রমিত। এরপরেই সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ওই অঞ্চলের কাছে থাকা একটি বহুতল থেকে প্রায় ২ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যে সমস্ত রাজ্যের মানুষ ওই জমায়েতে যোগ দিয়েছিলেন তাদের খোঁজ করা হচ্ছে।

এক বিবৃতিতে মার্কাজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ‘জনতা কারফিউ’ ঘোষণা করার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে ওই মসজিদ চত্বরে প্রচুর মানুষের জমায়েত ছিল এবং তারা ওই কারফিউয়ের কারণে আটকা পড়ে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত