ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

করোনাভাইরাসে দেড় মাসের শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ০৭:০৫

করোনাভাইরাসে দেড় মাসের শিশুর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এবার মাত্র দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে হার্টফোর্ড এলাকায় ছয় সপ্তাহ বয়সী অসুস্থ এক শিশুকে হাসপাতালে নেয়া হয়েছিল। অনেক দেরি করে নেয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল জানা গেছে, শিশুটি করোনা পজেটিভ ছিল।

বুধবার কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট এক টুইটে করে বলেন, এটি খুবই হৃদয়বিদারক। আমাদের বিশ্বাস, এখন পর্যন্ত যেকোনও জায়গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কম বয়সীর প্রাণহানি এটাই।

প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ২ লাখ ১৫ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪শ ৭৩ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের প্রায় ৪০ শতাংশ রোগীই নিউইয়র্ক অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জনে। এদিন সেখানে মারা গেছে আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত