ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

করোনা রোধে আসছে সুখবর!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৮:১৮

করোনা রোধে আসছে সুখবর!

করোনভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশ্বে করোনা মহামারি ঠেকাতে দারুণ এক আশার কথা শোনালেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স ও ইবোয়ামেডিসিন সাময়িকীর এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফল প্রকাশ করেন। তাঁরা মনে করছেন, খুব দ্রুত ভ্যাকসিন উৎপাদন করা যাবে, যা উল্লেখযোগ্যভাবে রোগের বিস্তারকে প্রভাবিত করতে সক্ষম হবে।

গবেষকদের তৈরি ভ্যাকসিন ছোট্ট আঙুলের মাথায় বসানো যায় এমন প্যাচের শরীরে সরবরাহ করা যাবে। ভ্যাকসিনটি ইঁদুরের দেহে পরীক্ষা করে দেখা হয়েছে। এ সময় এটি যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করেছে, যা ভাইরাসকে রুখে দিতে সক্ষম।

গবেষকেরা বলছেন, তাঁরা দ্রুত কাজ সম্পন্ন করতে পারবেন। কারণ, ইতিমধ্যে তাঁরা সার্স ও মার্সের মতো একই ধরনের করোনাভাইরাস নিয়ে গবেষণা করেছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত