ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

লকডাউন বাড়লে বাড়তে পারে খাদ্যসঙ্কট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ০৯:২৩

লকডাউন বাড়লে বাড়তে পারে খাদ্যসঙ্কট

করোনাভাইরাসের কারণে যদি লকডাউন পর্ব বাড়ানো হয়, আর বিত্তশালী খাদ্য সরবরাহকারীরা যদি আতঙ্কে অতিরিক্ত খাদ্য মজুত করতে শুরু করে, তাহলে অদূর ভবিষ্যতে দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষরা খাবার পাবেন না। গার্ডিয়ান, আলজাজিরা ও রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

করোনা পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গোটা বিশ্বের কোনও প্রান্তে খাদ্য জোগানের কোনও অভাব নেই। তবে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ফলে বিশ্ব জুড়ে খাদ্য সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলে সাবধান করে দিয়ে রিপোর্টে বলা হয়েছে, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েই যায় তাহলে পশ্চিম এশিয়া ও আফ্রিকার গরিব দেশগুলো প্রবল সমস্যায় পড়বে।

এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, সে জন্য সব দেশের সরকারকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সরবরাহে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি খাবার নিয়ে যাতে কোনও ধরনের কালোবাজারি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত