ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মার্কিন নাগরিকেরা দ্বিতীয় দফায় বাংলাদেশ ছাড়ছেন আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ০৯:৪০

মার্কিন নাগরিকেরা দ্বিতীয় দফায় বাংলাদেশ ছাড়ছেন আজ

দ্বিতীয় দফায় আজ বাংলাদেশ ছাড়ছেন থেকে যাওয়া মার্কিন নাগরিকেরা। রোববার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করছে ঢাকায় অবস্থানরত মার্কিন দূতাবাস। ফ্লাইটটি দোহা হয়ে ওয়াশিংটন পৌঁছাবে।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার ও ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় দেশটির নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারছেন। এর আগে ৩০মার্চ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও কূটনীতিক, সাথে ছিলো নয়টি ককুর।

সব কিছু খোলাসা করা যাচ্ছে না, পরিবারের স্বার্থেই ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও দেশটির নাগরিকরা। গত রোববার ঢাকায় মার্কিন দূতাবাস ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়ে বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকা আসবেন।

শুধু বাংলাদেশ নয়, মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান নিজ দেশে ফিরেছেন। ব্যক্তিগত সিদ্ধান্তেই তাদের এ ঘরে ফেরা।

রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ প্রথম শ্রেণীর কয়েকজন কর্মকর্তা থেকে গেছেন বলে নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র। শুধু আমেরিকান নাগরিকদের জন্য কসনুল্যার সেবা চালু রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত