ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা একইসঙ্গে কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২০:৫৭

করোনা একইসঙ্গে কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ!

প্রাণঘাতী করোনাভাইরাসে একইসঙ্গে নিঃশেষ হয়ে গেল ৫১ বছরের সংসার। তাও মাত্র ৬ মিনিটের ব্যবধানে। সম্প্রতি ফ্লোরিডায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ৬ মিনিটের ব্যবধানে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন দম্পতি আদ্রিয়ান বেকার এবং তার স্ত্রী স্টুয়ার্ট। এরপর গত ২৯ মার্চ ফ্লোরিডায় মৃত্যু হয় তাদের।

টুইটারে বাবা-মায়ের মৃত্যুর এমন খবর শেয়ার করেছেন ওই দম্পতির একমাত্র ছেলে বাডি বেকার।

টুইটারে তিনি জানিয়েছেন, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলেন তার মা-বাবা। সাধারণ ওষুধপত্র দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন ওই ডাক্তার। বলেন হোম কোয়ারেন্টিনে থাকতে। এরপর সপ্তাহ তিনেক কেটে গেলেও শারীরিক অবস্থার উন্নতির বদলে আরও অবনতি হতে থাকে ওই বৃদ্ধা-বৃদ্ধার। লক্ষণ দেখে তাদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি।

বাডি জানিয়েছেন, ১৯ মার্চ তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্ট এবং জ্বর ছিল তার। সেসময় আদ্রিয়ানের জ্বর না থাকায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শও দেওয়া হয় আদ্রিয়ানকে। কিন্তু স্টুয়ার্টের শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। শরীরে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। সিভিয়ার অ্যাজমা রোগী ছিলেন তিনি। এরই মধ্যে টেস্টের রিপোর্ট এলে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্টুয়ার্ট। আদ্রিয়ানের শরীরেও পাওয়া যায় কোভিড-১৯ সংক্রমণের নমুনা।

২৪ মার্চ স্টুয়ার্ট এবং আদ্রিয়ানের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাদের সুস্থ করার সমস্ত চেষ্টাই করেছেন চিকিৎসকরা। তবে কোনও ওষুধেই আর কাজ হয়নি। শেষ পর্যন্ত ২৯ মার্চ মারা যান দুজনেই। মাত্র ৬ মিনিটেই থেমে যায় ৫১ বছরের পথচলা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত