ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

চিড়িয়াখানার বাঘও করোনায় আক্রান্ত!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১০:০৫  
আপডেট :
 ০৬ এপ্রিল ২০২০, ১৫:৫০

চিড়িয়াখানার বাঘও করোনায় আক্রান্ত!

নিউইয়র্কের ব্রঙ্কস জু'র (চিড়িয়াখানা) একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চার বছর বয়সী ওই বাঘিনীর শুষ্ক কাশি থাকার পর করোনা পরীক্ষা করা হয়। পরে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এক বিবৃতিতে জানায়, নাদিয়া নামের ওই বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

নাদিয়ার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর সেখানকার আরো পাঁচটি বাঘের নমুনা সংগ্রহ করা হয়। সেখানকার সিংহের শরীরেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে নাদিয়া ছাড়া অন্য কোনো বাঘ বা সিংহের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রাণীদের খাবারের চাহিদা অনেকটাই কমে গেছে। বিড়ালদেরও নজরে রাখছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে প্রাণীদের ওপর নজর রাখছে বলেও জানানো হয়।

জানা গেছে, চিড়িয়াখানার একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাঘসহ অন্যান্য প্রাণীর সংস্পর্শে বহুবার এসেছেন তিনি। যারা অসুস্থ হচ্ছেন, প্রাণীদের কাছাকাছি যেতে নিষেধ করা হচ্ছে তাদের। সূত্র: সিএনএন

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত