ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

লকডাউনে জনশূন্য পার্কের দোলনায় দুলছে ভেড়া

লকডাউনে জনশূন্য পার্কের দোলনায় দুলছে ভেড়া

করোনাভাইরাসের কবল থেকে রক্ষা পেতে বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। এর ফলে ঘর ঢুকে পড়েছে মানুষ। শূন্য পড়ে রয়েছে শহরের রাস্তাঘাট আর পার্কগুলো। এই সুযোগে শহরে ঢুকে পড়ছে বিভিন্ন প্রাণী। তারা মনের সুখে রাস্তাঘাটে বিচরণ করছে। শুধু কি তাই, খালি পার্কের বাচ্চাদের দোলনায় দোল খেতে দেখা গেছে ভেড়ার পালকে। এটি যুক্তরাজ্যের ঘটনা। ইতিমধ্যে ভেড়ার পালের দোল খাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

ব্রিটেনের প্রিস্টন শহরের বাসিন্দা ডেবি উইলিয়াম সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ওই ভিডিও। ইতিমধ্যে এতে লাইক পড়েছে আড়াই হাজার। আর ভিডিওটি দেখেছেন চার লাখের বেশি ইউজার।

সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে একটি জনশূন্য পার্কের দৃশ্য। সেই সুনসান পার্কটিতে দাপিয়ে বেড়াচ্ছে একদল ভেড়া। তারা পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন রকম দোলনায় উঠছে। তারপর সেই বাচ্চাদের দোলনার মজা নিচ্ছে। এই ভিডিও দেখে আনন্দ পাচ্ছেন ঘরবন্দি নেটিজনেরাও।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত