ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

প্রথমবারের মতো করোনায় মৃত্যুশূন্য চীন

প্রথমবারের মতো করোনায় মৃত্যুশূন্য চীন

চীনে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছে ডিসেম্বরের শেষ নাগাদ। এরপর থেকে প্রতিদিনই সেখানে করোনায় মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। প্রথম দিকে শত শত মানুষের মারা যাওয়ার খবর আসলেও সম্প্রতি তা অনেকই কমে এসেছে। তাই বলে সেখানে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি এমন শোনা যায়নি।

কিন্তু সোমবার একটি ব্যতিক্রমী দিন পালন করলো এশিয়ার এই দেশটি। ওইদিন সেখানে করোনায় কারো মৃত্যু হয়নি। অর্থাৎ প্রথমবারের মতো একদিনে প্রাণহানির সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনলো চীন।

যদিও এদিন দেশটির মূল ভূ-খণ্ডে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, নতুন রোগীদের সবাই বহিরাগত অথবা বহিরাগতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

এদিন নতুন করে ৩০ জন উপসর্গহীন রোগী শনাক্তের কথাও জানিয়েছে দেশটি। এধরনের রোগীদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও কোনো ধরনের উপসর্গ থাকে না।

গত ১ এপ্রিল থেকে এমন রোগীর তথ্যপ্রকাশ শুরু করেছে চীন। এখন পর্যন্ত দেশটিতে উপসর্গহীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জন।

এনএইচসি’র হিসাবে, চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ৮১ হাজার ৭৪০ জন। এদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়েছেন মোট ৭৭ হাজার ১৬৭ জন। আর দেশটিতে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৩১ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত