ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৪১৭, আমেরিকাতে ১৯৬৬ মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ০৭:৩৯  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২০, ০৭:৫২

২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৪১৭, আমেরিকাতে ১৯৬৬ মৃত্যু

করোনাভাইরাসের তান্ডব চলছে আমেরিকাসহ ইউরোপের কয়েকটি দেশে। প্রাণঘাতী এ ভাইরাসের ভয়াল ছোবলে শুধু গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সর্বোচ্চ ১৪১৭ এবং আমেরিকাতে ১ হাজার ৯শ ১৯ জনের মৃত্যু হয়েছে।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে ফ্রান্সে মঙ্গলবার পর্যন্ত মোট ১০ হাজার ৩শ ২৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আমেরিকায় মারা গেছে ১২ হাজার ৭শ ৯০ জন।

ফ্রান্স: মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বের ৪ টি দেশে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ফ্রান্স সবার নীচে অর্থাৎ ৪র্থ স্থানে। ইউরোপের এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজারেরও বেশি। শুধু গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৯ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৩শ ২৮ জনে দাঁড়িয়েছে।

সর্বোচ্চ মৃত্যু: মৃত্যুর দিক থেকে সবার শীর্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ১শ ২৭ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে সেখানে ৬ শ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। দেশটিতে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৫শ ৮৬ জন।

সর্বোচ্চ আক্রান্ত: করোনায় আক্রান্তের দিক সবার শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার একদিনে ৩৩ হাজার ৩শ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা ১২ হাজার ৮শ ৩৭ জন। মৃত্যুর দিক থেকে দেশটি তৃতীয় স্থানে রয়েছে।

স্পেন: ভয়াল করোনায় ভয়াবহ অবস্থা ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে আক্রান্তের সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্ত এবং মৃত্যুতে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৯ জনের বেশি আক্রান্ত হয়েছে, মারা গেছে ১৪ হাজার ৪৫ জন। সেখানে আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৪৩ হাজার ২শ জন।

জার্মানি: আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পাঁচ-এ। আক্রান্তে লাখ ছাড়ানো দেশগুলোর মধ্যে সবার নীচে। সেখানে মোট ১ লাখ ৭৬ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ২ হাজার ১৬ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাস বিশ্বের ২শ'র বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীন এ সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠলেও আমেরিকাসহ ইউরোপের কয়কটি দেশে জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৩১ হাজার ৫শ জনের বেশি। আক্রান্তদের মধ্যে মারা গেছে ৮২ হাজার ৫৮ জন। শুধু গত ২৪ ঘণ্টায় প্রায় পৌনে এক লাখ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় সাড়ে ৭ হাজার জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১শ ৪০ জন। চিকিৎসাধীনদের মধ্যে ৪৭ হাজার ৯শ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত