ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনা নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

করোনা নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রথমবারের মতো জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস করোনা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রাণঘাতী এ ভাইরাসের সূত্রপাত। দেশটিতে দ্বিতীয় দফায় ফের করোনা ছড়াতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

এদিকে করোনায় বিশ্বজুড়ে হু হু করে বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবরে জানা যায়, এ মুহূর্তে বিশ্বের মোট ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮২ হাজারের বেশি মানুষ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত