ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুহীন চীন, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড নিউইয়র্কে

মৃত্যুহীন চীন, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড নিউইয়র্কে

চীনে করোনাভাইরাস পর সোমবার প্রথমবারের মতো মৃত্যুহীন দিন পার করেছে দেশটি। অন্যদিকে ওইদিন করোনা মহামারিতে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে মহামারির নতুন কেন্দ্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে সবমিলিয়ে ৭৩১ জন মারা গেছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর অ্যান্ড্রু কুমো।

গত ১৪ মার্চ এই রাজ্যে কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর পর একদিনে এত মানুষের মৃত্যু আর দেখা যায়নি।

এর ফলে নিউইয়র্ক রাজ্যে করোনাভাইরাসে সবলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৪৮৯ জনে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ৮৩৬ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, এর মধ্যে কেবল নিউইয়র্ক সিটিতেই মারা গেছে মোট ৩ হাজার ৪৮৫ জন। আর এই শহরে যত মানুষ মরেছে করোনার কেন্দ্রস্থল বলে স্বীকৃত চীনেও এত মানুষ মারা যায়নি। চীনে মৃতের সংখ্যা এখনও সাড়ে ৩ হাজারের নিচেই রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। এরপর দ্রুত এটি গোটা দেশে ছড়িয়ে পড়ে। চীনের সীমানা পেরিয়ে জানুয়ারি নাগাদ এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করে।

চীন দাবি করছে, দেশের করোনা পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটির মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে কেউ মারা যায়নি। স্থানীয়ভাবে এতে কেউ আক্রান্তও হয়নি।

তবে চীনের করোনা পরিস্থিতি ভালো হলেও বর্তমানে বিশ্বের ২ শতাধিক দেশের ১৪ লাখ ৩১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৮২ হাজারের বেশি মানুষ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত