ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ

করোনা ইস্যুতে চীনের পক্ষ নিয়েছে ডব্লিউএইচও

করোনা ইস্যুতে চীনের পক্ষ নিয়েছে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও)’র বিরুদ্ধে চীনের পক্ষ নেয়ার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এই সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছেন।

ট্রাম্প চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছেন ডাব্লিউএইচও তার সমালোচনা করার পরই এই প্রতিক্রিয়া প্রকাশ করলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার তার প্রত্যাহিক সংবাদ সম্মেলনে বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ডাব্লিউএইচও প্রমাণ করেছে, চীনের প্রতি তার টান একটু বেশি।

ট্রাম্প দাবি করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিপদ দেরিতে ঘোষণা করেছে।

তবে ট্রাম্পের এই অভিযোগ ঠিক না। বরং ডাব্লিউএইচও’র করোনা সংক্রান্ত হুঁশিয়ারিকে শুরুর দিকে পাত্তা দেননি ট্রাম্প।তিনি বিষয়টিকে ‘ডেমোক্রেটিদের প্রতারণা’বলে উড়িয়ে দিয়েছিলেন।শুধু তাই নয়, গোড়ার দিকে এই রোগকে ‘চীনা ভাইরাস’ এবং ‘উহান ভাইরাস’ বলেও ঠাট্টা করেছিলেন ট্রাম্প।

বর্তমানে করোনাভাইরাস আক্রান্তে বিশ্বের শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ এবং মৃত্যুর সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয়। সবমিলিয়ে সেখানে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর সবমিলিয়ে মারা গেছেন ১২ হাজারের বেশি মানুষ।

সূত্র: পার্সটুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত