ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ওষুধ পেয়ে ট্রাম্প বললেন ‘মোদি মহান’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৫:৫৩

ওষুধ পেয়ে ট্রাম্প বললেন ‘মোদি মহান’
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি

প্রথমে ছিল হুমকি। ওযুধ না পেলে আমেরিকা প্রত্যাঘাত করবে। ভারত সেই ওষুধ পাঠানোর পরেই ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘মোদি মহান’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে হুমকি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পেলে ভারতের ওপর প্রত্যাঘাত করবে আমেরিকা। হাইড্রক্সিক্লোরোকুইন হলো ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু এখন করোনার চিকিৎসায় তা ব্যবহার করে কিছুটা সুফল পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। করোনা সংকটের সময়ে ভারত এই ওষুধের রপ্তানি বন্ধ করে দিয়েছিল।

কিন্তু ট্রাম্পের হুমকির কাছে নতিস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিষেধাজ্ঞা শিথিল করে দেন। বুধবারই গুজরাটের কারখানা থেকে ওষুধ নিয়ে তিনটি জাহাজ পাড়ি দিয়েছে আমেরিকার উদ্দেশে।

এরপরই ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করেন। হুমকির বদলে এখন কেবলই প্রশংসা। ‘বন্ধু’ নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তিনি।

ট্রাম্প বলেছেন, ‘ভারত থেকে দুই কোটি ৯০ লাখ ওষুধ আসছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার কথা হয়েছে। উনি খুব ভালো মানুষ। মোদি মহান।’

এখানেই থেমে থাকেননি ট্রাম্প। এরপর টুইট করে বলেছেন, এই রকম নজিরবিহীন অবস্থায় বন্ধুদের মধ্যেও আরো ঘনিষ্ঠ সহযোগিতা দরকার। হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ভারতকে ধন্যবাদ, ভারতীয়দের ধন্যবাদ। এই সাহায্যের কথা ভোলার নয়। এই লড়াইয়ে শুধু ভারতকেই নয়, বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে মোদি মানবতাকে সাহায্য করেছেন। নরেন্দ্র মোদি, আপনাকে ধন্যবাদ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত