ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লকডাউনের মধ্যেই প্রেমিকের সঙ্গে উধাও মেয়ে

লকডাউনের মধ্যেই প্রেমিকের সঙ্গে উধাও মেয়ে
প্রতীকী নিউজ

এতদিন ধরে শুনে আসছি, প্রেম মানে না জাতি, প্রেম মানে না ধর্ম। এখন তো দেখছি প্র্রেম ভয়ঙ্কর করোনাকেও পাত্তা দিচ্ছে না।

করোনার সংক্রমণ এড়াতে ভারতজুড়ে চলছে দীর্ঘ ২১ দিনের লকডাউন। আর এরই মধ্যে গত শনিবার (৪ এপ্রিল) ভিন্ন ধর্মের এক তরুণের হাত ধরে পালালো ২১ বছর বয়সী এক মেয়ে।

এই ঘটনা ঘটেছে কেরালা রাজ্যের কোজিকোড জেলার কাছাকাছি থামারসেরি এলাকায়।

কিন্তু তরুণী মেয়ের অন্য ধর্মের প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া মেনে নিতে পারেননি বাবা। আর মেয়েকে খুঁজে পেতে লকডাউনকেই হাতিয়ার করলেন তিনি।

তিনি স্থানীয় আদালতে এই মর্মে অভিযোগ করেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে পালিয়েছে মেয়ে।

এরপরেই তদন্তে নামে পুলিশ। দিন কয়েক খোঁজাখুঁজির পর অবশেষে ওই প্রেমিক যুগলকে পাকড়াও করেছে পুলিশ।

কিন্তু এতকিছু পরও মেয়েকে ঘরে ফেরাতে পারেননি বাবা। পুলিশ ওই দু'জনকে ধরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তিনি তাদের ছেড়ে দিতে বাধ্য হন। কেননা তারা দু'জনেই যে প্রাপ্তবয়স্ক, তাদের ক্ষেত্রে তো আর জোরজবরদস্তি চলে না।

ওই তরুণীকে আদালতে হাজির করা হলে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছি, এতে ওর কোনও দোষ নেই।’

এরপরই তাদের ছেড়ে দেয়ার নির্দেশ দেন আদালত। তবে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে যে লকডাউন জারি করা হয়েছে, তা লঙ্ঘনের দায়ে প্রেমিক যুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এই নিয়ে দেশটিতে সব মিলিয়ে করোনায় ২ শতাধিক মানুষ মারা গেছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত