ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনায় দ্বিগুণ বেতন পাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা

  আন্তজার্তিক ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৬:৪৯  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২০, ১৬:৫৭

ভারতে করোনায় দ্বিগুণ বেতন পাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা
প্রতীকী ছবি

করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে লড়ছে গোটা বিশ্ব। আর এই ‘মহারণ’ - এ সামনের সারিতে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাই তাদের সম্মানার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতের হরিয়ানা রাজ্য সরকার।

জীবনের বাজি রেখে যারা যুদ্ধে লড়ছেন, সেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য়কর্মীদের বেতন দ্বিগুণ করে দিয়েছে হরিয়ানা সরকার।

শুক্রবার এ ঘোষণা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর।

গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, যতদিন এই পরস্থিতি থাকবে, যতদিন করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দ্বিগুণ বেতন পাবেন করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

এছাড়া চিকিৎসকদের পরই যাদের কথা এই লড়াইয়ে মাথায় আসে, তারা হলেন পুলিশকর্মীরা। হরিয়ানা সরকার তাদের জন্যও বিশেষ পদক্ষেপ নিয়েছে।

মনোহরলাল খাট্টর জানিয়েছেন, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মীর মৃত্যু হলে ৩০ লক্ষ টাকার বিমা দেয়া হবে তার পরিবারকে।

উল্লেখ্য, এর আগে পঞ্জাব সরকারও পুলিশ ও পরিস্কারকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত