ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

‘যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ গবেষণার তথ্য চুরি চেষ্টা বিদেশী হ্যাকারদের’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২০, ১৫:৫৯  
আপডেট :
 ১৭ এপ্রিল ২০২০, ১৬:৩৮

‘যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ গবেষণার তথ্য চুরি চেষ্টা বিদেশী হ্যাকারদের’

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ গবেষণার তথ্য হাতাতে চাইছে বিদেশী হ্যাকাররা এ তথ্য জানিয়েছে দেশটির তদন্ত সংস্থা এফবিআই এর সাইবার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এই তথ্য পাওয়াগেছ।

সংস্থাটির ডেপুটি অ্যাসিটেন্ট ডিরেক্টর তোনয়া গোর্তেজ বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কোভিড-১৯ সংক্রান্ত গবেষণায় অনধিকার প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি কোন নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, বিদেশি রাষ্ট্রের মদদপুষ্ট হ্যাকাররাই স্বাস্থ্য ও গবেষণা সংস্থার তথ্য উপাত্তে প্রবেশ করতে চাইছে। গোর্তেজ বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো করোনার কার্যকরী চিকিৎসা ও সম্ভাব্য ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। তবে দুঃখজনক দিক হলো অন্য রাষ্ট্রগুলো এই কাজ কিভাবে করা হচ্ছে তা জানতে আগ্রহী হয়ে এই প্রতিষ্ঠানগুলোর তথ্য হাতিয়ে নিতে চাইছে। হ্যাকাররা বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত