ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় যুক্তরাষ্ট্রে অর্ধ লক্ষ মানুষের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ০৬:১৩

করোনায় যুক্তরাষ্ট্রে অর্ধ লক্ষ মানুষের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার মানুষ মারা গেছে। দেশটিতে করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমণের শিকার হয়েছে ৮ লাখ ৭০ হাজার মানুষ।

করোনার সবচেয়ে ভয়াবহ ধাক্কাটি এই মুহূর্তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়েই। গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মারণ ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৫২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কেউ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ৬শ জনের বেশি।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। অন্য দেশগুলোর ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রে একটি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। ইউরোপের এ দেশটিতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে দেশটিতে বিশ্বে সংখ্যায় তৃতীয় সংখ্যক সাড়ে ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ইউরোপের আরেক দেশ ইতালিতেও থেমে নেই প্রাণহানি। মহামারী এ মারণ ভাইরাসে দেশটিতে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যাও ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া ফ্রান্সে প্রায় ১ লাখ ৬০ হাজার আক্রান্ত, ২২ হাজার ২৪৫ মৃত্যু; জার্মানিতে ১ লাখ ৫৫ হাজার আক্রান্ত, মৃত্যু প্রায় ৬ হাজার; যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজারের বেশি, মৃত্যু সাড়ে ১৯ হাজার।

হোয়াইট হাউস গঠিত টাস্কফোর্সের বিশেষজ্ঞ সদস্য ড. ডেবোরাহ ব্রিক্স বলছেন বলেছেন, বিশ্বের অন্য সব দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মৃত্যুহার সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রে মৃত্যুহার মাত্র ১ দশমিক ৪ শতাংশ, যা স্পেন, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাজ্যের চেয়ে অনেক কম। জনসংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার অন্য ইউরোপীয় দেশের তুলনায় একেবারেই কম।

এদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক এ মহামারিতে বিশ্বব্যাপী ২১০ টির বেশি দেশ এবং অঞ্চলে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে প্রায় ২ লাখ প্রাণ।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৮০ হাজারের বেশি রোগী। চিকিৎসাধীন রয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৬শ জন। তাদের মধ্যে প্রায় ৬০ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত