ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনার চার মাস: আক্রান্ত ৩০ লাখের ১০ লাখ যুক্তরাষ্ট্রে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ০৫:১৭

করোনার চার মাস: আক্রান্ত ৩০ লাখের ১০ লাখ যুক্তরাষ্ট্রে

২৯ ডিসেম্বর, ২০১৯। এই দিনটিতে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। এরপরের চার মাসে বিশ্বের অন্তত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ মারণ ভাইরাস।

বিশ্বব্যাপী মহামারি ধারণ করা প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৯ লাখের বেশি রোগী।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৫৫ হাজার ৬শ জনের বেশি আক্রান্ত হয়েছেন। আর করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪ হাজার ৯শ ৪২ জন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৯ হাজার ৪শ ৫২ জন। তবে জনস হপকিন্স'র তথ্যমতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখের কিছু কম (৯ লাখ ৮৫ হাজার ৩শ৭৪ জন)।

আক্রান্তের মত করোনায় সবচে বেশি মৃত্যুর ঘটনাও যুক্তরাষ্ট্রে। সারাবিশ্বে আক্রান্ত দেশগুলো মিলিয়ে যেখানে ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে, সেখানে শুধু যুক্তরাষ্ট্রেই ৫৬ হাজার ৫শ ২৭ জন।

করোনার হানায় রীতিমতো মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে ইউরোপ। বিশ্বজুড়ে প্রাণহানির প্রায় অর্ধেকই হয়েছে এ অঞ্চলে। স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৪২২ জন। মারা গেছেন ২৩ হাজার ৫২১ জন।

স্পেনের পর সবচে বেশি ইতালিতে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৯৭৭ জন। ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ২২০ জন, মৃত্যু ২২ হাজার ৮৯০ জনের।

আক্রান্তের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার ৩শ ৮৯ জন আক্রান্ত হয়ছেন। তবে দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার অনেক কম। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৫০ জনের প্রাণ হারিয়েছেন। এছাড়া, যুক্তরাজ্যে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন করোনা শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২১ হাজার ৯২ জন।

এছাড়া দেশে এ পর্যন্ত ৫ হজারা ৯শ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত