ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

যোগীর করোনা তহবিলে দৃষ্টিহীন মুসলিম তরুণীর দান

যোগীর করোনা তহবিলে দৃষ্টিহীন মুসলিম তরুণীর  দান
প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার করোনা আক্রান্তদের সাহায্যার্থে যে তহবিল খুলেছে সেখানে পুরো এক মসের পেনশন দান করলেন এক মুসলিম তরুণী। তার নাম সাবিনা সইফি।

কিন্তু সাবিনা কোনও স্বাভাবিক মানুষ নন, বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী। অন্ধ হওয়ার কারণে তিনি সরকারের কাছ থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পান। সেই টাকাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করলেন সাবিনা।

রাজ্যের একটা সূত্রের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

তার দানের একটা ভিডিও প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই ভিডিওতে দেখা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোয়াদতগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজারের হাতে সেই চেক তুলে দিচ্ছেন সাবিনা। পাশাপাশি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতেও দেখা গিয়েছে ওই তরুণীকে।

ভিডিওতে ব্যাঙ্কের সোয়াদতগঞ্জ শাখার ম্যানেজার বীরেন্দ্র কুমার বলেছেন, ‘আজ ২৭ এপ্রিল, ২০২০-তে বিশেষ চাহিদাসম্পন্ন সাবিনা সইফি নিজের পেনশনের ৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। অত্যন্ত গরিব পরিবারের এই মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

সেই ভিডিওতে সাবিনা বলেছেন, ‘প্রত্যেক ভারতবাসী আর রাজ্যবাসীর প্রতি আমার সালাম। আজ আমার সৌভাগ্য হয়েছে নাগরিক কর্তব্য পালনের। সবার উচিত নাগরিক কর্তব্য পালন করা। কারণ দেশের প্রতি আমাদের সকলের কিছু কর্তব্য থাকে।।’

সেই ভিডিওতে সাবিনা আরও বলেন, ‘আমি দৃষ্টিহীন। তাই আমার বইরে যেতে অসুবিধা হয়। সেই কারণে ব্যাঙ্ক ম্যানেজার বীরেন্দ্র কুমার ব্যাঙ্ককে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা দেশের থেকে শুধু নেব, এই মানসিকতা ছাড়তে হবে। দেশকে কিছু দিতেও হবে।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত