ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মালয়েশিয়ায়

প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

  জার্নাল/ এমএম

প্রকাশ : ০৪ মে ২০২০, ২২:০৬  
আপডেট :
 ০৪ মে ২০২০, ২২:১৩

প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

মালয়েশিয়ার সমস্ত বিদেশী কর্মীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে পরীক্ষা ব্যয় বহন করবেন প্রতিষ্ঠানের মালিকেরা। মালয়েশিয়া মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব সরাসরি সম্প্রাচিরত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, নির্মাণ, কারখানা, বাণিজ্যিক রেস্তোঁরা সহ সকল খাতে বিদেশী সকল শ্রমিককে বাধ্যতামূলক করোনা পরীক্ষার বিষয়ে একমত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের ফেডারেল টেরিটরিস এবং সেলেঙ্গারে করোনা পরীক্ষার প্রস্তাব দিয়েছিলো। মালয়েশিয়া মেইল

ইসমাইল আরও বলেন, মালয়েশিয়ায় গত দুই দিন ধরে নতুন করে করোনা শনাক্ত বেড়ে গেছে এবং তা আম্পাংয়ের একটি নির্মাণ সাইটে বিদেশী কর্মীরাই বেশি। যেহেতু গণপূর্ত বিভাগ কর্তৃক কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে তারা তা মানেনি। করোনা শনাক্ত করা হলে সরকার নির্মাণ সাইট, কারখানা, রেস্তোঁরা বা কোনও ব্যবসা-বাণিজ্যসহ সব জায়গা বন্ধ করতে দ্বিধা করবে না।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত