ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ট্রিলিওনার রেসে এগিয়ে জেফ বেজোস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২০, ২২:৩৯

ট্রিলিওনার রেসে এগিয়ে জেফ বেজোস

করোনাভাইরাসের বদৌলতে ট্রিলিওনার রেসে এগিয়ে অ্যামাজনের বস জেফ বেজোস। স্টার ইউকের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জেফ বেজোস এর সম্পদের পরিমান ছিল ১৪৫ বিলিয়ন ডলার। করোনা ঝড়ে তার তার কোম্পানির প্রতিটি শেয়ার মূল্য ১৬৮৯ ডলার থেকে বেড়েছে ২০০০ ডলারে। কোম্পানির ১১ শতাংশ মালিকানা তার। প্রথম প্রান্তিকে অ্যামাজনের আয় দাঁড়িয়েছে সাড়ে ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে জেফ বেজোস ১’শ বিলিয়ন ডলারের মালিক বনে যান। কিন্তু ট্রিলিওনারি হতে ১০০০ বিলিয়নের মালিক হতে আরো অনেক দূর যেতে হবে বেজোসকে। কিন্তু রেসে তিনিই এগিয়ে আছেন। ধারণা করা হয়েছিল ২০৪২ সালে বিল গেটস ট্রিলিয়নারি হবেন।

অ্যামাজন দ্বিতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকের পরিচালনা লাভ থেকে ৪ বিলিয়ন ডলার খরচের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির কর্মচারীদের বেতন বাড়ানো হবে। ১ লাখ ৭৫ হাজার নতুন লোক নিয়োগ করা হবে। কর্মচারীদের সন্তানদের শিক্ষা ও দক্ষ করে গড়ে তোলায় ব্যয় করা হবে।

স্বাভাবিক সময়ে বেজোসের প্রতি সেকেন্ডে আয় আড়াই হাজার ডলার। খরচও করতে জানেন বেজোস। ৬৫ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান, বেভারলি হিলসে দুটি বাড়ি, নিউইয়র্কে একই সংযোগে চারটি ফ্লাট, সাবমেরিন ও স্পেসক্রাফট তার সখ পূরণ করে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত