ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ইউরোপে করোনায় মৃত্যুতে সবাইকে ছাড়িয়ে যুক্তরাজ্য

ইউরোপে করোনায় মৃত্যুতে সবাইকে ছাড়িয়ে যুক্তরাজ্য

ইতালিকে ছাপিয়ে এখন মৃতের সংখ্যায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে যুক্তরাজ্য।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্য করোনায় এ পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জন মারা গেছেন। ইতালিতে এই সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন।

করোনায় মৃত্যুতে এই মুহূর্তে বিশ্বে যুক্তরাজ্য আছে দুই নম্বরে, ঠিক যুক্তরাষ্ট্রের পরেই। আগে এই স্থানটি ছিল ইউরোপের আরেক দেশ ইতালির।

যুক্তরাজ্যে গতকাল মঙ্গলবারও ৬৯৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৬ জন। সেখানে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন।

তবে করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় এখনও শীর্ষস্থানটি ধরে রেখেছে ট্রাম্পের দেশ। মঙ্গলবার পর্যন্ত সেখানে ১২ লাখ ২৪ হাজার ৫১৮ জন আক্রান্ত এবং ৭২ হাজার ২৭১ জন মারা গেছেন।

সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে স্পেন। সেখানে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ।

বিশ্বে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৭ লাখ ২৪ হাজার ৫১৮ জন আক্রান্ত এবং ২ লাখ ৫৮ হাজার মানুষ মারা গেছেন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত