ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

করোনায় আয় কমেছে নোকিয়ার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২০, ১৬:৪১

করোনায় আয় কমেছে নোকিয়ার

করোনায় আয় কমেছে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়ার। রয়টার্স এর প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটি। করোনা মহামারির মধ্যে বছরের প্রথম তিন মাসে নোকিয়ার ফাইভ-জি প্রযুক্তির ডিভাইসের চাহিদা ছিলো বেশ। তবে সরবরাহ চেইন বিঘ্ন হওয়ার কারণে আয় কমেছে জনপ্রিয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানের।

দ্বিতীয় প্রান্তিক আরো ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছে আন্তর্জাতিক এ টেলিকম প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ফিনল্যান্ডের এ কোম্পানি জানায়, বিশ্ব মহামারি করোনাভাইরাসের প্রভাব বছরের প্রথম তিনমাস বেশ প্রভাব পড়েছে। করোনার কারণে চীনে সরবরাহ চেইন বিচ্ছিন্ন হওয়ায় ২ শতাংশ আয় কমে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চীনের হুয়াওয়ে ও সুইডেনের এরিকসনের সঙ্গে লড়াই করে নিজেদের উদ্ভাবিত ফাইভ-জি ডিভাইসগুলো শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নোকিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রে ভালো অবস্থান দখল করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত