ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সুদানে নিষিদ্ধ হলো নারীদের খতনা

সুদানে নিষিদ্ধ হলো নারীদের খতনা

সুদানে নিষিদ্ধ হচ্ছে নারীদের খতনার প্রথা। দেশটির অন্তবর্তীকালীন সরকার এ আইনের খসড়া অনুমোদন করেছে। এবিসি নিউজ ও বিবিসির প্রতিবেদন এই তথ্য পাওয়া গেছে।

এ আইন করায় জাতিসংঘ গত সুদানের প্রশংসা করেছে। কোনো নারীকে খতনা করানো একটি শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেয়া হয় খসড়া আইনে।

দেশটিতে এ আইন পাস হলে নারীকে খতনা করানো এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তির মেয়াদ তিন বছর ও জরিমানা দিতে হবে অভিযুক্তকে।

সুদানের নারীবাদী সংগঠন সিমা সেন্টার ফর উইমেন রাইটসের ডিরেক্টর নাহিদ জাবরেল্লাহ বলেন,এ আইন যুগান্তকারী। নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনিসেফের সুদানের প্রতিনিধি আব্দুল্লাহ ফাদিল বলেন, নারীদের যৌনাঙ্গ বিকৃতি বা ছেদের মতো এমন খারাপ অনুশীলন থেকে বেরিয়ে আসার প্রচেষ্টাকে স্বাগত জানাই।

দীর্ঘ বছর ধরে সুদানের ক্ষমতায় থাকা স্বৈরশাসক ওমর আল-বশির গত বছর ক্ষমতাচ্যুত হলে একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় দেশটিতে। বাশার সরকার থেকে শুরু করে অতীতের সব সরকার এ নারীদের খৎনা করার পক্ষে ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত