ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিনোদন কেন্দ্রগুলো খুলে দিচ্ছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২০, ১৭:৪৬

বিনোদন কেন্দ্রগুলো খুলে দিচ্ছে চীন
প্রতীকী ছবি

চীনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি দেশের বিভিন্ন সিনেমা হল, বিনোদন কেন্দ্র ও ক্রীড়া স্থাপনা ফের খুলে দেয়ার সবুজ সংকেত দিয়েছে। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কয়েক মাস ধরে এসব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল।

এএফপি’র খবরে বলা হয়েছে শুক্রবার জারি করা চীনের স্টেট কাউন্সিলের দিক নির্দেশনায় ইনডোর সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র এবং আউটডোর ক্রীড়া স্থাপনা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

পর্যটকদের কাছে আকর্ষণীয় এমন বিনোদন কেন্দ্রগুলোও সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য খুলে দেয়া হবে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করা হয়নি।

ওই কাউন্সিলের নির্দেশনায় বলা হয়, সাংস্কৃতিক কেন্দ্রগুলো ‘জুরুরি সম্মেলন ও প্রদর্শনীর’ আয়োজন করতে পারবে।

এতে আরো বলা হয়, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও সুপারমার্কেটগুলো পুরোপুরি খোলা রাখা যাবে।

ফের খুলে দেয়া এসব স্থানে দর্শকদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত জানুয়ারি মাসের শেষের দিকে চীনের ৭০ হাজার সিনেমা হলের সবগুলো বন্ধ করে দেয়া হয়। এতে দেশটির চলচ্চিত্র ও বিনোদন শিল্প চরম সংকটের মুখে পড়ে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত