ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হোম কোয়ারেন্টিনে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ফসি

হোম কোয়ারেন্টিনে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ফসি

এবার কোয়ারেন্টিনে গেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফসি। স্বেচ্ছায় সাবধানতামূলক পদক্ষেপ হিসাবে আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে কোয়ারেন্টাইনে যান যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হান।

করোনা সংক্রমণের ‘সীমিত ঝুঁকি’ থাকায় আগামী দুই সপ্তাহ ‘মডিফায়েড কোয়ারেন্টাইন’-এ থাকবেন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম শীর্ষ কর্মকর্তা অ্যান্থনি ফসি।

ডক্টর ফসি'র দেহে কোনও সংক্রমণ ধরা পড়েনি। তবে তিনি হোয়াইট হাউজের সংক্রমিত এক ব্যক্তির কিছুটা সংস্পর্শে এসেছিলেন। তাই তিনি স্বেচ্ছায় এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজ বাড়িতেই আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। জানা গেছে, বাসায় থেকেই অনলাইনে নিজের কাজকর্ম সারবেন এনআইএআইডি এই পরিচালক।

তবে অন্যদের মতো কড়া নিষেধাজ্ঞা থাকছে না হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টার জন্য। প্রয়োজনে ডাকা হলে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন ড. ফওসি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত