ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে

করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে
সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে

বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের প্রকোপ কিছুতেই কমানো যাচ্ছে না। প্রতিদিনই এই রোগ বিশ্বের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। গত সোমবারও এতে প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার মানুষ। ফলে বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৬ হাজার ৯০ জন। এরমধ্যে দুই লাখ ৮৭ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার গত ২৪ ঘণ্টায় করোনার কালো থাবায় মারা গেছে ৩ হাজার ৪০৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বের আরও ৭৪ হাজার ২২৪ জন।

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ১৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জন মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২৪ লাখের বেশি মানুষ, ২৪ লাখ ৩৮ হাজার ২১৩ জন। এদের মধ্যে প্রায় ৪৬ হাজার ৯৩৯ মানুজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ৮৩৪ জন। মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের।

মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৫ জন। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার ৬০ জন।

মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ৭৩৯। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮১৪।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মারা গেছে ২৬ হাজার ৬৪৩ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন। এরপরই রয়েছে জার্মানি, মারা গেছে ৭ হাজার ৬৬১ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ৫৭৬ জন।

করোনা তালিকায় এমন অনেক দেশ আছে যেখানে আক্রান্ত লক্ষাধিক হলেও মৃত্যু অনেক কম। এ প্রসঙ্গে রাশিয়ার কথা উল্লেখ করা যায়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাশিয়ায় এ পর্যন্ত সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দেশটি।

তবে সংক্রমণ বেশি হলেও ইতালি এবং ফ্রান্সের চেয়ে অনেক মৃত্যু কম হয়েছে রাশিয়ায়। দেশটিতে সবমিলিয়ে মারা গেছে ২ হাজার ৯ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত