ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কাবুলের হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত ১৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২০, ২১:১৭  
আপডেট :
 ১২ মে ২০২০, ২১:২৬

কাবুলের হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত ১৩

করোনার কারণে স্থবির সারাবিশ্ব। তবে এর মধ্যেই আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালের প্রসূতি বিভাগে একদল বন্দুকধারীর হামলায় দুই শিশু এবং ১১ মা ও নার্সসহ ১৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালের ওই ঘটনায় শিশুসহ গুরতর আহত হয়েছেন আরও ১৫ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ-সংঘাত কবলিত আফগানিস্তানে অসহায় মানুষের সাহায্যে ওই হাসপাতালটির ওই প্রসূতি বিভাগ পরিচালনা করছে আন্তর্জাতিক মেডিকেল চ্যারিটি মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। সেখানে কর্মরত বেশিরভাগই বিদেশি নাগরিক।

হামলার সময় হাসপাতাল থেকে পালিয়ে বাঁচা এক চিকিৎসক বলেছেন, বন্দুকধারীরা যখন হামলা শুরু করে তখন হাসপাতালে প্রায় ১৪০ জন মানুষ ছিলেন।

আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা বলেছেন, তিনজন বিদেশিসহ প্রায় একশ জন নারী ও শিশুকে হাসপাতাল থেকে নিরাপদে উদ্ধার করেছেন স্পেশাল ফোর্স।

হামলাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, এক নবজাতককে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। তার শরীরে পেচানো তোয়ালাটা রক্তাক্ত। তবে দুই মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তি চুক্তি’তে স্বাক্ষর করা আফগান তালেবান এই হামলায় সম্পৃত নয় বলে দাবি করেছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত